রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, রংপুর এক্সপ্রেস ট্রেন এখন কোথায়, রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট ও রংপুর এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এই সবকিছু আজকের পোস্টে আলোচনা করা হবে। তাই যারা রংপুর এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী জানতে চাচ্ছেন তারা এই পোস্টটা শেষ অব্দি পড়ুন।
বাংলাদেশের আন্তঃনগর ট্রেনের জনপ্রিয় একটি ট্রেন হচ্ছে রংপুর এক্সপ্রেস। এই ট্রেনটি দীর্ঘ কয়েক বছর যাবত রংপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে রংপুর রুটে নিয়মিত যাতায়াত করে থাকে।
আপনি যদি ঢাকা থেকে রংপুর বা রংপুর থেকে ঢাকা রুটে রংপুর এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করতে চান তাহলে অবশ্যই রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জানতে হবে।
তাই আসুন, দেরি না করে রংপুর এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী ও ভাড়া সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫
বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি আন্তঃনগর ট্রেন হচ্ছে রংপুর এক্সপ্রেস। এই ট্রেনটি বাংলাদেশের উত্তরাঞ্চলে ঢাকা থেকে রংপুর এবং রংপুর থেকে ঢাকায় নিয়মিতভাবে চলাচল করে থাকে। নিচে রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী উল্লেখ করা হলো।
| Train Name | Off Day | Departure | Arrival |
| Dhaka to Rangpur | Monday | 09:10 | 19:10 |
| Rangpur to Dhaka | Sunday | 20:10 | 06:05 |
রংপুর এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত। এজন্য রংপুর এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করতে হলে অবশ্যই নির্ধারিত সময়ের আগেই কাঙ্খিত স্টেশনে পৌঁছাবেন।
ঢাকা থেকে রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
ঢাকা থেকে রংপুর এক্সপ্রেস ট্রেন রংপুরের উদ্দেশ্যে রওনা শুরু করে সকাল ৯ টা ১০ মিনিটে এবং অবশেষে রংপুর পৌঁছায় সন্ধ্যা ৭: টা ১০ মিনিটে।
| স্টেশনের নাম | ছাড়ার সময় |
|---|---|
| কমলাপুর | ৯:১০ AM |
| বিমানবন্দর | ৯:৩৮ AM |
| সেতু পূর্ব (ইব্রাহিমাবাদ) | ১১:৩৮ AM |
| চাটমোহর | ১২:৫৪ PM |
| নাটোর | ০১:৫২ PM |
| সান্তাহার | ৩:১০ PM |
| তালোড়া | ০৩:৩৫ PM |
| বগুড়া | ০৩:৫৯ PM |
| সোনাতলা | ০৪:৩১ PM |
| বোনারপাড়া | ০৪:৫০ PM |
| গাইবান্ধা | ০৫:২৩ PM |
| বামনডাঙ্গা | ০৫:৫৪ PM |
| পীরগাছা | ০৬:১৩ PM |
| কাউনিয়া | ০৬:৪৯ PM |
| রংপুর | ০৭:১০ PM |
| কুড়িগ্রাম | ০৭:২০ PM |
ঢাকা থেকে রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী বাংলাদেশ রেলওয়ে কর্তৃক একদম নির্ধারিত। এজন্য ঢাকা থেকে রংপুর যাওয়ার জন্য নির্ধারিত সময়ের আগেই কাঙ্খিত স্টেশনে পৌঁছাবেন। তা না হলে রংপুর এক্সপ্রেস ট্রেন মিস হবার সম্ভাবনা থাকবে।
রংপুর থেকে ঢাকা রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
রংপুর এক্সপ্রেস ট্রেন রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে সন্ধ্যা ৮ টা ১০ মিনিটে এবং ঢাকা পৌঁছায় সকাল ৬ টায়।
| স্টেশনের নাম | ছাড়ার সময় |
|---|---|
| কুড়িগ্রাম | ০৭:৫০ PM |
| রংপুর | ০৮:১০ PM |
| কাউনিয়া | ০৮:৩০ PM |
| পীরগাছা | ০৯:০০ PM |
| বামনডাঙ্গা | ০৯:২৬ PM |
| গাইবান্ধা | ০৯:৫৫ PM |
| বোনার পাড়া | ১০:২৫ PM |
| সোনাতলা | ১০:৪৫ PM |
| বগুড়া | ১১:২০ PM |
| তালোড়া | ১১:৪০ PM |
| সান্তাহার | ১২:১৫ PM |
| নাটোর | ১:২৮ AM |
| সেতু পূর্ব (ইব্রাহিমাবাদ) | ০৩:৩৫ AM |
| ঢাকা (কমলাপুর) | ৬:০০ AM |
রংপুর এক্সপ্রেস ট্রেন রংপুর থেকে ঢাকা যাত্রাকালে সর্বমোট ১৬ টি স্টেশনে যাত্রা বিরতি প্রদান করে।
রংপুর এক্সপ্রেস ট্রেনের ভাড়া ২০২৫
রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জানার পাশাপাশি রংপুর এক্সপ্রেস ট্রেনের ভাড়া সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে। নিচের রংপুর এক্সপ্রেস ট্রেনের ভাড়া উল্লেখ করা হলো।
| Seat Category | Ticket Price (15% VAT) |
| Shuvon Chair | 635 Tk |
| Snigdha | 1214 Tk |
| AC Seat | 1455 Tk |
| Ac Berth | 2180 Tk |
রংপুর এক্সপ্রেস ট্রেনের ভাড়া বাংলাদেশ রেলওয়ে কর্তৃক একদম নির্ধারিত। এজন্য রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার সময় কখনোই অতিরিক্ত টাকা দিবেন না।
রংপুর এক্সপ্রেস ট্রেনের স্টপেজ
রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে রংপুর এবং রংপুর থেকে ঢাকা যাত্রাকালে সর্বমোট ১৪ টি স্টেশনে যাত্রা বিরতি প্রদান করে। নিচে রংপুর এক্সপ্রেস ট্রেনের স্টপেজ উল্লেখ করা হলো।
- কমলাপুর
- বিমানবন্দর
- সেতু পূর্ব (ইব্রাহিমাবাদ)
- চাটমোহর
- নাটোর
- সান্তাহার
- তালোড়া
- বগুড়া
- সোনাতলা
- বোনারপাড়া
- গাইবান্ধা
- বামনডাঙ্গা
- পীরগাছা
- কাউনিয়া
- রংপুর।
রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে রংপুর এবং রংপুর থেকে ঢাকা রুটে যাতায়াতকালে উপরোক্ত ১৪ টি স্টেশনে যাত্রা বিরতি প্রদান করে।
রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার নিয়ম
রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার জন্য সর্বপ্রথম আপনাকে বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অথবা অনলাইনে রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে eticket.railway.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করুন।
তারপর আপনার মোবাইল নাম্বার, ইমেইল আইডি, পাসওয়ার্ড ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা সম্পূর্ণ হলে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
এরপর ঢাকা থেকে রংপুর অথবা রংপুর থেকে ঢাকা নির্বাচন করুন। এবার আসন সংখ্যা নির্বাচন করুন আপনার চাহিদা অনুযায়ী। এখন রংপুর এক্সপ্রেস ট্রেন সার্চ করুন।
এবার বিকাশ বা নগদের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করে টিকিটের অনলাইন কপি সংগ্রহ করুন।
রংপুর এক্সপ্রেস ট্রেন এখন কোথায়
রংপুর এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে তা জানতে পারবেন নিজের হাতে থাকায় স্মার্টফোন দিয়ে। রংপুর এক্সপ্রেস ট্রেনের বর্তমান অবস্থান জানতে ফোনের মেসেজ অপশনে গিয়ে TR স্পেস 771 লিখুন এবং মেসেজটি 16318 নম্বরে পাঠিয়ে দিন।
কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ফিরতি একটি মেসেজ আসবে। সেই মেসেজে রংপুর এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে তা জানিয়ে দেওয়া হবে। এই পরিষেবার জন্য ৫ টাকা চার্জ প্রযোজ্য।
রংপুর এক্সপ্রেস ট্রেন কোথায় কোথায় থামে
আপনি যদি রংপুর এক্সপ্রেস ট্রেনে নিয়মিত যাতায়াত করতে চান তাহলে রংপুর এক্সপ্রেস ট্রেন কোথায় কোথায় থামে তা জানতে হবে। তাহলে রংপুর এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ আরো আরামদায়ক হবে।
বর্তমানে রংপুর এক্সপ্রেস ট্রেন কুড়িগ্রাম, রংপুর, কাউনিয়া, পীরগাছা, বামনডাঙ্গা, গাইবান্ধা, বোনার পাড়া, সোনাতলা , বগুড়া, তালোড়া, সান্তাহার, নাটোর , সেতু পূর্ব (ইব্রাহিমাবাদ) ও কমলাপুর রেল স্টেশনে থেমে থাকে।
লেখকের মন্তব্য
আশা করি, রংপুর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে সঠিক তথ্য জানতে পেরেছেন। এছাড়া আপনার যদি রংপুর এক্সপ্রেস ট্রেন সম্পর্কে কোন প্রাসঙ্গিক প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন।
আর এরকম বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী, ভাড়া ও ট্রেনের লোকেশন জানতে ট্রেন গাইড বিডি ওয়েবসাইটে চোখ রাখতে পারেন।
