দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ | drutojan express train schedule

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী, দ্রুতযান এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে এবং দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ভাড়া কত আজকের পোস্টে উল্লেখ করা হবে। তাই যারা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী ও ভাড়া জানতে চাচ্ছেন তারা এই পোস্ট শেষ অব্দি পড়ুন। 

দ্রুতযান এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের কতৃপক্ষের আন্তঃনগর ট্রেন। এই ট্রেনটি রাজধানীর ঢাকা থেকে উত্তরাঞ্চলের পঞ্চগড় পর্যন্ত চলাচল করে থাকে। 

আপনি যদি দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে রাজধানী ঢাকা থেকে উত্তরাঞ্চলের পঞ্চগড় জেলা পর্যন্ত যাতায়াত করতে চান তাহলে অবশ্যই দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জানতে হবে। 

তাই আসুন, কথা না বাড়িয়ে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী ও ভাড়া সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ 

দ্রুতযান এক্সপ্রেস ট্রেন নিয়মিতভাবে ঢাকা থেকে পঞ্চগড় এবং পঞ্চগড় থেকে ঢাকা রুটে যাতায়াত করে থাকে। নিচে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচি উল্লেখ করা হলো। 

Station Off Day Departure Arrival
Dhaka to Panchagarh No 20:00 06:45
Panchagarh  to Dhaka No 07:20 18:55

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত। তাই নির্ধারিত সময়ের পূর্বে কাঙ্খিত স্টেশনে পৌঁছাবেন। তা না হলে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি কিন্তু মিস করবেন। 

ঢাকা থেকে পঞ্চগড় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৫ 

দ্রুতযান এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ৮ টা ৪৫ মিনিটে এবং দীর্ঘ যাত্রা বিরতির পরে পঞ্চগড় পৌঁছায় সকাল ৭ টা ১০ মিনিটে। 

Station Arrival Time Departure Time
Dhaka 08:45 pm
Biman Bandar 09:08 pm 09:13 pm
Joydebpur 09:36 pm 09:38 pm
Tangail 10:32 pm 10:34 pm
Ibrahimabad 10:54 pm 10:56 pm
Jamtail 11:17 pm 11:19 pm
Chatmohar 11:56 pm 11:58 pm
Natore 12:49 am 12:52 am
Ahsanganj 01:13 am 01:16 am
Santahar 01:45 am 02:00 am
Akkelpur 02:20 am 02:22 am
Joypurhat 02:37 am 02:39 am
Panchbibi 02:50 am 02:52 am
Birampur 03:12 am 03:14 am
Fulbari 03:25 am 03:27 am
Parbatipur 03:50 am 04:10 am
Chirirbandar 04:25 am 04:27 am
Dinajpur 04:45 am 04:50 am
Setabganj 05:20 am 05:22 am
Pirganj 05:36 am 05:39 am
Thakurgaon Road 06:02 am 06:05 am
Ruhia 06:22 am 06:38 am
Kismat 06:47 am 06:49 am
Panchagarh 07:10 am

ঢাকা থেকে পঞ্চগড় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী বাংলাদেশ রেলওয়ে কর্তৃক একদম নির্ধারিত। এ কারণে ঢাকা থেকে পঞ্চগড় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করতে অবশ্যই নির্ধারিত সময় পূর্বেই কাঙ্খিত স্টেশনে পৌঁছাবেন। 

পঞ্চগড় থেকে ঢাকা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী 

দ্রুতযান এক্সপ্রেস ট্রেন পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সকাল ৭ টা ২০ মিনিটে এবং দীর্ঘ যাত্রায় বিরতির পরে ঢাকা পৌঁছায় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে। 

Station Arrival Time Departure Time
Panchagarh 07:20 am
Kismat 07:36 am 07:38 am
Ruhia 07:46 am 07:48 am
Thakurgaon Road 08:02 am 08:05 am
Pirganj 08:46 am 08:48 am
Setabganj 09:02 am 09:04 am
Dinajpur 09:36 am 09:46 am
Chirirbandar 10:05 am 10:07 am
Parbatipur 10:25 am 10:45 am
Fulbari 11:03 am 11:06 am
Birampur 11:17 am 11:20 am
Panchbibi 11:40 am 11:42 am
Joypurhat 11:53 am 11:56 am
Akkelpur 12:09 pm 12:11 pm
Santahar 12:35 pm 12:40 pm
Ahsanganj 01:14 pm 01:16 pm
Natore 01:38 pm 01:41 pm
Ishwardi Bypass 02:26 pm 02:28 pm
Chatmohar 02:48 pm 02:51 pm
Jamtail 03:28 pm 03:30 pm
Ibrahimabad 03:56 pm 03:58 pm
Tangail 04:18 pm 04:28 pm
Joydebpur 05:48 pm 05:53 pm
Dhaka 06:55 pm

পঞ্চগড় থেকে ঢাকা দ্রুতযান এক্সপ্রেস সর্বমোট ২৪ টি স্টেশনে যাত্রা বিরতির পরে ঢাকা কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। 

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ভাড়া ২০২৫ 

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী জানার পরে অবশ্যই এই ট্রেনের ভাড়া সম্পর্কে জানতে হবে। নিচে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ভাড়া ২০২৫ উল্লেখ করা হলো। 

Seat Category Ticket Price (15% VAT)
Shuvon Chair 695 Tk
Snigdha 1334 Tk
AC 1599 Tk
Ac Birth 2398 Tk

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ভাড়া বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত। এজন্য ট্রেনের টিকিট কাটার সময় কখনোই অতিরিক্ত টাকা প্রদান করবেন না। 

দ্রুতযান এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে?

দ্রুতযান এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে তা জানতে পারবেন ঘরে বসে। অর্থাৎ, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের লোকেশন ট্র্যাক করতে পারবেন নিজের স্মার্টফোন দিয়ে। 

দ্রুতযান এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে তা জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন TR 757/ TR 758 এবং মেসেজটি 16318 নাম্বারে পাঠিয়ে দিন। 

কিছুক্ষণ অপেক্ষা করুন। ফিরতি একটি এসএমএস আসবে। সেই এসএমএসে দ্রুতযান এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে তা জানিয়ে দেওয়া হবে। 

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ কবে?

আপনি যদি দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে নিয়মিত ভাবে যাতায়াত করতে চান তাহলে অবশ্যই এই ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন জানতে হবে। 

তবে মজার বিষয় হলো, অন্যান্য ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন থাকলেও দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক কোন বন্ধের দিন নাই। 

সপ্তাহের প্রায়ই প্রতিদিনই দ্রুতযান এক্সপ্রেস ট্রেন নিয়মিতভাবে ঢাকা থেকে পঞ্চগড় এবং পঞ্চগড় থেকে ঢাকা রুটে যাতায়াত করে থাকে। 

দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার নিয়ম

আপনি যদি দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করতে চান তাহলে অবশ্যই ট্রেনের টিকিট কাটতে হবে। আপনি দুই রকম ভাবে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে পারবেন।  

প্রথমত অনলাইনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের টিকিট ক্রয় করা। অনলাইনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার জন্য eticket.railway.gov.bd  ওয়েবসাইটে প্রবেশ করুন। 

তারপর আপনার মোবাইল নাম্বার, জিমেইল আইডি ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করা শেষ হলে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। 

তারপর আপনি পঞ্চগড় থেকে ঢাকা অথবা ঢাকা থেকে পঞ্চগড় নির্বাচন করবেন। এখন দ্রুতযান এক্সপ্রেস ট্রেন সার্চ করবেন। এবার আপনার চাহিদা অনুযায়ী আসন সংখ্যা নির্বাচন করুন। 

এরপরে বিকাশ বা নগদের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করতে হবে। টিকিটের মূল্য পরিশোধ করার সাথে সাথে একটা অনলাইন রিসিভ পাবেন। সেই অনলাইন টিকিটের রিসিভ সংগ্রহ করতে হবে। 

এছাড়া অফলাইনেও আপনি দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন। এজন্য কমলাপুর বা পঞ্চগড় রেলস্টেশনে টিকিট কাউন্টারে যাবেন। তারপর আপনার চাহিদা অনুযায়ী টিকিট ক্রয় করবেন। 

লেখকের মন্তব্য 

আশা করছি, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে সঠিক তথ্য জানতে পেরেছেন। এছাড়া আপনার যদি দ্রুতযান এক্সপ্রেস ট্রেন সম্পর্কে কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। 

আর এরকম বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী ও ভাড়া জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আমরা প্রতিনিয়ত ট্রেনের সময়সূচি ও ভাড়া সম্পর্কে নতুন নতুন আর্টিকেল পাবলিশ করে থাকি। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *