ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৫ এই পোস্টে উল্লেখ করা হবে। তাই যারা ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী জানতে চাচ্ছেন তারা এই পোস্ট শেষ অব্দি পড়ুন।
ঢাকা থেকে চট্টগ্রাম রেলপথে সর্বমোট ৪টি আন্তঃনগর এবং ৩টি মেইল এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে থাকে। ঢাকা থেকে চট্টগ্রাম অন্যান্য পথে যাতায়াতের চেয়ে রেলপথে যাতায়াত অনেক সুবিধা এবং আরামদায়ক।
তবে ঢাকা থেকে চট্টগ্রাম রেলপথে যাতায়াত করতে হলে অবশ্যই ট্রেনের সঠিক সময়সূচী জানতে হবে। তাই নিচে ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী উল্লেখ করা হলো।
ঢাকা থেকে চট্টগ্রাম চলাচলকারী ট্রেনের নাম
আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রাম রেলপথে নিয়মিত যাতায়াত করেন তাহলে অবশ্যই ঢাকা থেকে চট্টগ্রাম চলাচলকারী ট্রেনের নাম সমূহ জানতে হবে। নিচে ঢাকা থেকে চট্টগ্রাম চলাচলকারী ট্রেনের নাম উল্লেখ করা হলো।
- মহানগর প্রভাতী (৭০৪);
- মহানগর এক্সপ্রেস (৭২২);
- তূর্ণা এক্সপ্রেস (৭৪২);
- সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৮);
- চট্টগ্রাম মেইল (০২);
- কর্ণফুলী এক্সপ্রেস (০৪);
- চট্টলা মেইল এক্সপ্রেস (৬৪)।
বর্তমান সময়ে ঢাকা থেকে চট্টগ্রাম সর্বমোট ৭টি ট্রেন চলাচল করে থাকে। এই সাতটি টেনের মধ্যে ৪টি আন্তঃনগর ট্রেন এবং ৩টি মেইল এক্সপ্রেস ট্রেন।
ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ২০২৫ (আন্তঃনগর)
ঢাকা টু চট্টগ্রাম সর্বমোট ৪টি আন্তঃনগর ট্রেন নিয়মিতভাবে যাতায়াত করে থাকে। নিচে ঢাকা টু চট্টগ্রাম আন্তঃনগর ট্রেনের সময়সূচী উল্লেখ করা হলো।
| ট্রেনের নাম | ছাড়ায় সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
| মহানগর প্রভাতী (৭০৪) | ০৭ঃ৪৫ | ১৪ঃ০০ | নাই |
| মহানগর এক্সপ্রেস (৭২২) | ২১ঃ২০ | ০৪ঃ৫০ | রবিবার |
| তূর্ণা এক্সপ্রেস (৭৪২) | ২৩ঃ৩০ | ০৬ঃ২০ | নাই |
| সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৮) | ০৭ঃ০০ | ১২ঃ১৫ | বুধবার |
ঢাকা টু চট্টগ্রাম আন্তঃনগর ট্রেনের সময়সূচি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক একদম নির্ধারিত। এজন্য ঢাকা থেকে চট্টগ্রাম রেল পথে যাওয়ার সময় নির্ধারিত সময়ের পূর্বেই কাঙ্খিত স্টেশনে পৌঁছাবেন।
ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ২০২৫ (মেইল এক্সপ্রেস)
বর্তমান সময়ে ঢাকা থেকে চট্টগ্রাম সর্বমোট ৩টি মেইল এক্সপ্রেস ট্রেন এ নিয়মিতভাবে যাতায়াত করে থাকে। নিচে ঢাকা থেকে চট্টগ্রাম মেইল এক্সপ্রেস ট্রেনের সময়সূচী উল্লেখ করা হলো।
| ট্রেনের নাম | ছাড়ায় সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
| চট্টগ্রাম মেইল (০২) | ২২ঃ৩০ | ০৭ঃ২৫ | নাই |
| কর্ণফুলী এক্সপ্রেস (৪) | ০৮ঃ৩০ | ১৮ঃ০০ | নাই |
| চট্টলা এক্সপ্রেস (৬৪) | ১৩ঃ০০ | ২০ঃ৫০ | মঙ্গলবার |
ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত হয়ে থাকে। এই কারণে ঢাকা থেকে চট্টগ্রাম রেল পথে যাতায়াত করতে অবশ্যই নির্দিষ্ট সময়ের পূর্বেই কাঙ্খিত স্টেশনে পৌঁছাবেন।
ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের ভাড়া ২০২৫
আপনি যদি ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের যাতায়াত করতে চান তাহলে অবশ্যই ট্রেনের ভাড়া জানতে হবে। তাহলে পরবর্তীতে ট্রেন ভ্রমণ সময়ে কোন ঝামেলা পোহাতে হবে না। নিচে ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের ভাড়া উল্লেখ করা হলো।
| Seat Category | Ticket Price (15% VAT) |
| Shuvon | 285 Tk |
| Shuvon Chair | 405 Tk |
| First Seat | 460 Tk |
| First Birth | 685 Tk |
| Snigdha | 777 Tk |
মূলত ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের ভাড়া বাংলাদেশ রেলওয়ে কর্তৃক নির্ধারিত হয়ে থাকে। এ কারণে ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের টিকেট কাটার সময় কখনোই অতিরিক্ত টাকা প্রদান করবেন না।
ঢাকা টু চট্টগ্রাম ট্রেন এখন কোথায় আছে?
ঢাকা টু চট্টগ্রাম ট্রেন এখন কোথায় আছে তা জানতে পারবেন ঘরে বসে। এজন্য আপনাকে শুধুমাত্র একটি মেসেজ করতে হবে। ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের লোকেশন ট্র্যাক করতে মোবাইলের মেসেজ অপশনে যাবেন।
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন TR স্পেস কাঙ্ক্ষিত ট্রেনের কোড সংখ্যা এবং মেসেজটি 16318 নাম্বারে পাঠিয়ে দেন।
এখন আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ফিরতে একটি মেসেজ আসবে। সেই মেসেজে ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেন কোথায় আছে জানিয়ে দেওয়া হবে। এই পরিষেবার জন্য ৫ টাকা চার্জ প্রযোজ্য।
ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের টিকেট কাটার নিয়ম
ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের টিকেট কাটার জন্য ঢাকা কমলাপুর স্টেশন বা চট্টগ্রাম রেলস্টেশনে যোগাযোগ করতে পারেন। তারপর টিকেট কাউন্টারে গিয়ে আপনার চাহিদা অনুযায়ী টিকিট ক্রয় করবেন।
এছাড়াও অনলাইনেও ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের টিকেট ক্রয় করা যাচ্ছে। অনলাইনে ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের টিকেট কাটার জন্য https://eticket.railway.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করুন।
তারপর আপনার যাবতীয় ইনফরমেশন দিয়ে উক্ত ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। সফলভাবে রেজিস্ট্রেশন করার পর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন।
এবার আপনি কোথায় থেকে কোথায় যেতে চাচ্ছেন অর্থাৎ, ঢাকা থেকে চট্টগ্রাম নাকি চট্টগ্রাম থেকে ঢাকা সেটা নির্বাচন করবেন। এখন কয় তারিখে আপনি ঢাকা থেকে চট্টগ্রাম অথবা চট্টগ্রাম থেকে ঢাকা যাবেন তা নির্বাচন করুন।
এবার আপনার চাহিদা অনুযায়ী আসন সংখ্যা নির্বাচন করতে হবে। তারপরে আপনি কোন ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম অথবা চট্টগ্রাম থেকে ঢাকা যাতায়াত করবেন সেটা নির্বাচন করুন।
অতঃপর মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করতে হবে। টিকিটের মূল্য পরিশোধের পর আপনাকে অনলাইন একটা কপি দিবে। সেই অনলাইন কপি সংগ্রহ করে রাখতে হবে।
এভাবে আপনি উপরোক্ত দুই পদ্ধতির মাধ্যমে ঢাকা থেকে চট্টগ্রাম যেকোনো ট্রেনের টিকেট ক্রয় করতে পারেন খুব সহজেই।
লেখকের মন্তব্য
ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও ভাড়া আজকের পোস্টে উল্লেখ করা হয়েছে। আশা করছি, ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের সঠিক সময়সূচী জানতে পেরেছেন।
এছাড়া আজকের পোস্ট নিয়ে আপনার কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী ও ভাড়া জানতে ট্রেন গাইড বিডি ওয়েবসাইটে চোখ রাখুন।
