রেল পথে ভ্রমন করার ইচ্ছা সবার থাকে। কারণ রেলপথে ভ্রমণ অনেক আনন্দদায়ক ও নিরাপদও বটে । সেই ব্রিটিশ আমল থেকে বাংলাদেশে এখন পর্যন্ত রেলপথ যাতায়াত চালু রয়েছে।
সময়ের পরিবর্তনে দিন দিন রেলপথ বা ট্রেন যাত্রা আরো জনপ্রিয় হয়ে উঠেছে। ট্রেন যাত্রাকে আরো সহজ করে দেওয়ার জন্য Train guide bd ওয়েবসাইটের যাত্রা শুরু হয় ২০২৫ সালে।
Train Guide BD ওয়েবসাইটে ট্রেনের সময়সূচি, ট্রেনের টিকিট কাটার উপায়, ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন ও ট্রেন এখন কোথায় আছে সবকিছুই উল্লেখ করা হয়।
তাই বাংলাদেশ রেলপথ বা ট্রেনের সর্বশেষ যেকোনো আপডেট জানতে Train Guide BD ওয়েবসাইটে চোখ রাখতে পারেন।
