ট্রেনের অবস্থান জানার উপায় | ট্রেন লোকেশন অ্যাপস বাংলাদেশ

ট্রেনের অবস্থান জানার উপায়, ট্রেন লোকেশন অ্যাপস বাংলাদেশ এবং ট্রেনের লোকেশন জানার নাম্বার এসব কিছু আজকের পোস্টে আলোচনা করা হবে। তাই যারা অনলাইনে ট্রেনের অবস্থা জানতে চাচ্ছেন তারা এই পোস্ট শেষ অব্দি পড়ুন। 

বর্তমান তথ্যপ্রযুক্তির এই যুগে, ট্রেনের লোকেশন জানতে পারবেন নিজের স্মার্টফোনের মাধ্যমে। পূর্বের দিনে ট্রেনের লোকেশন জানতে স্টেশন মাস্টার কে ফোন দিতে হবে। কিন্তু প্রযুক্তি বিপ্লবের এই যুগে, এখন ঘরে বসে যেকোন ট্রেনের অবস্থা জানতে পারবেন। 

তাই আসুন, ট্রেনের অবস্থান জানার উপায় ও ট্রেনের লোকেশন জানার নাম্বার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। 

অনলাইনে ট্রেনের অবস্থান জানার উপায়

বর্তমান তথ্যপ্রযুক্তির এই যুগে অনলাইনে ট্রেনের অবস্থা দুই রকম ভাবে জানতে পারবেন। অর্থাৎ, ট্রেনের অবস্থা জানার উপায় দুইটি। 

  1. মেসেজের মাধ্যমে ট্রেনের অবস্থা জানা; 
  2. অ্যাপের মাধ্যমে ট্রেনের অবস্থা জানা।

উপরোক্ত এই দুই পদ্ধতির মাধ্যমে আপনি যেকোন ট্রেনের বর্তমান অবস্থান জানতে পারবেন। নিচে পর্যায়ক্রমে ট্রেনের অবস্থা জানার উপায় উল্লেখ করা হলো। 

মেসেজের মাধ্যমে ট্রেনের অবস্থান জানার উপায় 

মেসেজের মাধ্যমে খুব সহজেই ট্রেনের অবস্থান জানতে পারবেন। এইজন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে TR <space> কাঙ্খিত ট্রেনের কোড লিখুন।

তারপরে মেসেজটি 16318 নাম্বারে পাঠিয়ে দিন। ফিরতি মেসেজে আপনার কাঙ্খিত ট্রেনটি কোথায় আছে তা বলে দেওয়া হবে। মেসেজের মাধ্যমে ট্রেনের অবস্থান জানার নিয়ম নিচে উল্লেখ করা হলো। 

  1. সর্বপ্রথম আপনার ফোনের মেসেজ অপশনে যাবেন।
  2. এরপরে মেসেজ অংশে টাইপ করুন TR <space> Train Code Number.
  3. অতঃপর মেসেজটি 16318 নাম্বারে পাঠিয়ে দিন।

কিছুক্ষণ অপেক্ষা করলে ফিরতি একটি মেসেজে আপনার কাঙ্খিত ট্রেনের অবস্থান জানিয়ে দেওয়া হবে।

অ্যাপের মাধ্যমে ট্রেনের অবস্থান জানার উপায় 

অ্যাপের মাধ্যমে ট্রেনের অবস্থান জানার জন্য গুগল প্লে স্টোর থেকে BR Explorer অ্যাপটি ইন্সটল করতে হবে। এরপরে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 

সফলভাবে এখনো রেজিস্ট্রেশন করার পরে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। এবার BR Explorer অ্যাপের মেন্যু অপশন থেকে Locate Train অপশনে ক্লিক করুন। 

এরপরে আপনি আপনার কাঙ্খিত ট্রেনের নাম লিখে সার্চ করবেন। এখন Open Train Location on Map অপশনে ক্লিক করলে আপনার সেই ট্রেনের লোকেশন জানতে পারবেন। 

এভাবেই উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে BR Explorer অ্যাপটি ব্যবহার করে যেকোনো ট্রেনের অবস্থা জানুন যেকোনো সময়। 

ট্রেন লোকেশন অ্যাপস বাংলাদেশ

ট্রেন লোকেশন অ্যাপস বাংলাদেশ হচ্ছে BR Explorer। এই অ্যাপটির সাহায্যে আপনি খুব সহজেই ট্রেনের লোকেশন ট্র্যাক করতে পারবেন। ট্রেন লোকেশন অ্যাপস দিয়ে কিভাবে ট্রেনের লোকেশন ট্র্যাক করবেন তা দেখে নিন। 

  • সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে BR Explorer অ্যাপসটি ইন্সটল করুন; 
  • তারপরে আপনার মোবাইল নাম্বার, ইমেইল আইডি ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন;
  • সফলভাবে রেজিস্ট্রেশন করার পরে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন; 
  • এবার মেন্যু থেকে Locate Train অপশনে ক্লিক করুন;
  • এখন যে ট্রেনের লোকেশন ট্র্যাক করতে চাচ্ছেন সেই ট্রেনের নাম লেখা সার্চ করুন; 
  • এবার Open Train Location on Map অপশনে ক্লিক করুন। 

ব্যাস, এভাবেই উপরোক্ত কয়েকটি ধাপ অনুসরণ করে খুব সহজেই যেকোনো ট্রেনের অবস্থা জানতে পারবেন।

ট্রেনের লোকেশন জানার নাম্বার

বর্তমানে ট্রেনের লোকেশন জানা একদমই সহজ। আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে যেকোন ট্রেনের লোকেশন জানতে পারবেন মাত্র ১ মিনিটে। 

ট্রেনের লোকেশন জানার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে TR স্পেস আপনার কাঙ্খিত ট্রেনের কোড নাম্বার লিখুন। তারপর মেসেজটি 16318 নাম্বারে পাঠিয়ে দিন। 

কিছুক্ষণ অপেক্ষা করুন। ফিরতি একটি এসএমএসে আপনার কাঙ্খিত ট্রেনটি কোথায় আছে তা জানিয়ে দেওয়া হবে। 

FAQ’s 

ট্রেন কোথায় আছে তা কিভাবে জানব?

ট্রেন কোথায় আছে তা জানার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে TR স্পেস ট্রেনের কোড নাম্বার লিখুন। অতঃপর মেসেজটি 16318 নাম্বারে পাঠিয়ে দিন। ফিরতি মেসেজে ট্রেন কোথায় আছে তা জানানো হবে। 

ট্রেন কোথায় আছে দেখার অ্যাপ কোনটি? 

ট্রেন কোথায় আছে তা দেখার বেশ কয়েকটি অ্যাপ আছে। তবে এর মধ্যে সবথেকে কার্যকারী অ্যাপ হচ্ছে BR Explorer অ্যাপ। এই অ্যাপটি প্লে-স্টোর থেকে ইন্সটল করে যেকোনো ট্রেনের লোকেশন ট্র্যাক করুন। 

ট্রেনের অবস্থান জানার অ্যাপ কোনটি?

ফ্যানের বর্তমান অবস্থান জানার বেশ কয়েকটি অ্যাপ থাকলেও সব থেকে কার্যকরী অ্যাপ BR Explorer। এই অ্যাপ দিয়ে ট্রেনের অবস্থান জানতে পারবেন। 

লেখকের মন্তব্য

আশা করছি, ট্রেনের অবস্থান জানার উপায় সম্পর্কে আপনি সঠিক তথ্য পেয়েছেন। উপরে আমরা মেসেজের মাধ্যমে এবং অ্যাপের মাধ্যমে ট্রেনের অবস্থা জানার সহজ উপায় উল্লেখ করেছি। আশা করি, যারা ট্রেনের লোকেশন ট্র্যাক করতে চাচ্ছেন তাদের জন্য আজকের পোস্ট একটু হলেও কাছে আসবে। 

এছাড়া ট্রেনের লোকেশন ট্র্যাক করতে কোন রকম প্রবলেম হলে আমাদের ব্লগে কমেন্ট করতে পারেন। এর পাশাপাশি বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী এবং ট্রেন সম্পর্কের সর্বশেষ তথ্য জানতে Train Guide BD ওয়েবসাইটে চোখ রাখুন। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *